বাগেরহাটে খাদ্য মন্ত্রণালয়ের ক্যারাভান রোড- শো উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ মুজিববর্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ক্যারাভান রোড শো’ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন পায়রা উড়িয়ে রোড শো’র উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত র্যালি ও উপজেলা চত্বরে অনুষ্ঠিত ক্যারাভান রোড শো’তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, মনিটারিং অফিসার শরিফুল আলম মনি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাস। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোড শো’ উদ্বোধন শেষে প্রচারাভিযানের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়।