বাকেরগঞ্জে উদ্দীপ্ত যুব সংগঠনের উদ্যোগে দুঃস্থ গরীব পরিবারের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ
মাহবুব শুভ বাকেরগঞ্জ প্রতিনিধি। করোনা ভাইরাস এ আতস্কিত নয় সচেতনতা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আজ ১৯-০৪-২০২০ (রবিবার) দেশের এই চরম সংকটাপন্ন বিপর্যয়ের মুহুর্তে করোনা ভাইরাস COVID19 মোকাবেলায় কলসকাঠী উদ্দীপ্ত যুব সংগঠনের উদ্যোগে ও অর্থায়নে কলসকাঠী ৭ নং ৯ নং ওয়ার্ড এ দুঃস্থ ও গরীব পরিবারের মধ্যে সাবান মাস্ক দেওয়া হয়। নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন।