বাংলাদেশ পাওয়ার লিফটিং ফেডারেশন কর্তৃক অায়োজিত ন্যাশনাল মিঃ পাওয়ায় লিফটার-২০২০ অনুষ্ঠিত।
অস্মিত চক্রবর্তী অমিত( চট্টগ্রাম ): চট্টগ্রাম বডি বিল্ডিং এর পথিকৃৎ মানস দেব দাদার সভাপতিত্বে বাংলাদেশ পাওয়ার লিফটিং ফেডারেশন আয়োজিত ন্যাশনাল মিঃ পাওয়ার লিফটার ২০২০ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র জননেতা আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন দাদা, কাউন্সিলর নাজমুল হক,বিএবিবিএফ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিজেকেএস এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল ভাই।তাছাড়া বাংলাদেশ পাওয়ার লিফটিং ফেডারেশন কমিটিতে সভাপতি হিসেবে আছে মানস দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে নাজমুল হক লিটন।