বাঁশখালীর এমপি মোস্তাফিজ কর্তৃক মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার মানববন্ধন ও কর্মসূচী কুশপুত্তলিকা দাহ সম্পন্ন

Share the post

নোমান বিন খুরশীদ, (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীর বিতর্কিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ভাড়াটিয়া সন্ত্রাস দ্বারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোঃ শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অসীক দত্তের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধনের ও কুশপুত্তলিকা দাহ সম্পন্ন হয়। গত ২৪ আগস্ট ২০২০ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা চালানোর ঘটনায় সাংসদ মোস্তাফিজকে দায়ী করে তাকে চট্টগ্রাম জেলায় অবাঞ্ছিত ঘোষণা ও তার সংসদ সদস্যপদ বাতিল সহ গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দের বড় ভাই ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা না জানানো, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা নিয়ে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান রীতিমতো কটূক্তি করে আসছেন। এমপি মোস্তাফিজ আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয় বলেই বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। জামাত-শিবিরও রাজাকার আল বদরদের সাথে তার রীতিমতো যোগাযোগ রয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংঘঠিত হামলার জন্য বীর মুক্তিযোদ্ধাসহ সশ্লিষ্টদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এমপি মোস্তাফিজকে ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণসহ অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সহ অতি দ্রæত গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান বক্তারা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ। সাবেক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, লোহাগাড়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমেদ সিকদার, সাবেক কোতোয়ালী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফছার, আবু তাহের এলএমজি, জাফর আলী হিরু, সাহেদ মুরাদ সাকু, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সাহেদ মুরাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সদস্য আবু শাহাদাত সায়েম, রেজাউল করিম রিটন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ পাশা, জয়নুদ্দিন আহমেদ জয়, এড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ, আরাফাতুল মান্নান ঝিনুক, ইসমাইল হোসেন শিমুল, আবদুল খালেক সোহেল, রাজেশ আইচ, সালমান চৌধুরী দীপ্ত, আমিনুল ইসলাম রুবেল, অনিন্দ্য দেব, এম. আই হোসেন সাহিদ, জ্যাকসন বড়ুয়া জিকু, গোলামুর রহমান রাজু, দ্বীপ দে, মো. সাইমন, আবদুল্লাহ আলম মামুন, নাহিদুল আলম রুমি, এম.এইচ. মুন্না, হিমেল হাসান আরিফ, হাবিদুল ইসলাম শিমুল, সাবিহা সুলতানা রক্সি, আহমেদ রুবেল, অলক সরকার, মনিষা আক্তার, এ্যানি গুপ্তা, সুরঞ্জিত দে শুভ, পূজন সরকার, সাইফুল ইসলাম, রাকিব হোসেন রাকিব, ইয়াকুব আলী, শফিউল কাদের, সহ জেলাও উপজেলার সর্বস্তরের অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]