বর্তমান সন্দ্বীপ চেয়ারম্যানদের মধ্যে অন্যতম এক জন হলেন কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): বর্তমান সন্দ্বীপ সকল ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে অন্যতম একজন হলেন ৬ নং কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু। যিনি গত ১৬ মে ২০১৮ সালে নৌকা প্রতিক থেকে কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে কালাপানিয়া জনগনের কল্যাণের জন্য অনেক কাজ করে চলছেন। যখন করোনা ভাইরাসের কারণে লক ডাউন হয়ে পড়ছে সন্দ্বীপ বাসী তখন কালাপানিয়া ইউনিয়নের জনগনের পাশে দাঁড়ান সাহায্যে ও সহযোগীতা নিয়ে চেয়ারম্যান আলিমুর রাজী টিটু। তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে একটা ফান্ড গঠন করেন এবং ২০০+ মধ্যবিও পরিবার কে ভালোবাসার উপহার ঘড়ে ঘড়ে পৌছে দেন। মাননীয় সাংসদ সদস্য জ্বনাব মাহাফুজুর রহমান মিতা এম পি তার নিজ অর্থায়নে সন্দ্বীপে প্রায় ৪ হাজার পরিবার কে তার ভালোবাসার উপহার দেন যা প্রদান করেন সন্দ্বীপের সকল চেয়ারম্যানদের মাধ্যমে সে মিতা এম পিরর ভালোবাসার উপহার নিজ দায়িত্ব রোধ-বৃষ্টি উপেক্ষা করে লক ডাউনের মাধ্যমে করোনা ভাইরাস কে ভয় না করে এগিয়ে যাচ্ছেন কালাপানিয়া ইউনিয়নের অসহায মানুষের মন জয় করার জন্য। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার কার্ড যাচাই চলছে এবং যাছাই করে পাঠানো হবে প্রধানমন্ত্রীর সহায়তা। তা পৌছে যাবে সকল কার্ডের লিস্টে থাকা জনগনের মোবাইলে। কালাপানিয়া জনগনের কল্যানের জন্য এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান মহোদয় তিনি গত দু-বছরে কালাপানিয়া ইউনিয়নকে অন্য ভাবে সাজিয়ে তুলেছেন ১/ কালাপানিয়া ইউনিয়নের সকল ধরনের রাস্তা মেরামতের কাজ করে দিছেন ২/ রাস্তার পাশে গাইড ওয়াল করে দিছেন ৩/ রাস্তার মধ্যে ল্যাম্প পোষ্ট স্থাপন করছেন ৪/ হাট-বাজার কে চুরি মুক্ত করতে দারোয়ান নিয়োগ দিয়েছেন ৫/ প্রত্যেক স্কুল কলেজে ময়লা পেলার জন্য ডাস্টবিন বক্স দিয়েছেন মাদক-মুক্ত দেশ ও জাতী গড়তে কাজ করে যাচ্ছেন আরো অনেক উন্নয়নের কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান মহোদয় তার কর্মকান্ডের মাধ্যমে দেখা যাই সে কালাপানিয়া ইউনিয়ন কে আরো উন্নত ইউনিয়নে গড়ে তুলবে ধন্যবাদ কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু কে তার মহৎ কাজ করে ইউনিয়নের জনগনের মন জয় করার জন্য।