বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন
শাওন অরন্য
বরিশাল প্রতিনিধি।
বরিশাল নগরীর কেডিসি কলোনির কর্মহীন এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল ৩০ মার্চ সোমবার বরিশাল বরিশাল নগরীর কেডিসি এলাকায় কর্মহনি এক হাজার মানুষের মাঝে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে বরিশাল সিটি করপোরেশন এর মাধ্যমে খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।

খাবার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু এবং দুই কেজি ডাল। এ সময় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সিটি

করপোরেশনের হিসেবে করোনা পরিস্থিতির কারণে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এই মানুষদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। তার নির্দেশে গতকাল এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হবে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, করোনা ভাইরাসে অনেক ঝুঁকি, তাই আপনার সবাই বাড়িতে থাকুন। যারা কর্মহীন অবস্থায় আছেন তাদের বাড়িত খাবার পৌঁছে দেওয়া হবে। একবার নয়, করোনা পরিস্থিতি দির্ঘায়িত হলে যতবার প্রয়োজন ততবার কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।