বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১২ ব্যাচের বরিশাল শহরের সুবিধাবঞ্চিত, নিম্মআয়ের মানুষদের মাঝে সাহায্য বিতরন
শাওন অরন্য
সিনিয়র নিউজ রিপোর্টার (বরিশাল): বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১২ ও এইচ.এস.সি-১৪ ব্যাচের পক্ষ থেকে বরিশাল শহরের সুবিধাবঞ্চিত, নিম্মআয়ের মানুষদের মাঝে সাহায্য বিতরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বরিশাল শহরের নিজ নিজ এলাকায় নিম্ম-আয়ের মানুষদের লিস্ট করা হয় প্রথমে। তারপর প্রতি ঘরের জন্য চাল, ডাল, তেল, আটা, আলু, পিয়াজ, সাবান ও লবন দিয়ে প্যাকেট তৈরি করা হয়। পরে সেগুলি লিস্ট ধরে বিতরণ করা হয়।