বরিশাল টু ঢাকা রুটে ভাড়ায় যাত্রী পরিবহনের দায়ে ট্রাফিক বিভাগ বিএমপি কর্তৃক দু’টি মাইক্রোবাস আটক
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল ২৬ মে (মঙ্গলবার) বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে ভাড়ায় চালিত দু’টি

মাইক্রোবাস। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নতুল্লাবাদ থেকে ট্রাফিক বিভাগ বিএমপি মাইক্রোবাস দু’টি আটক করে। মাইক্রোবাস দু’টির নাম্বার হল “ঢাকা মেট্রো-ছ ৭১-২১৭০” এবং “ঢাকা মেট্রো-ম ১১-০৪-৫৯। এ ব্যাপারে ট্রাফিক বিভাগ বিএমপির সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের কারনে যাত্রীবাহী যানবাহন চলাচল নিষেধ থাকা সত্তেও আইন অমান্য করে মাইক্রোবাস দু’টি যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল, গোপন সংবাদ পেয়ে ট্রাফিক বিভাগ বিএমপি মাইক্রোবাস দু’টি আটক করে এবং তাদের বিরুদ্ধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
