বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
শাওন অরন্য (বরিশাল প্রতিনিধি) : বুধবার (২২-০১-২০২০) ১ম বারের মত বরিশাল জিলা স্কুলের ৩য় এবং ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুস্ঠিত হয়েছে। বরিশাল জিলা স্কুলে এর আয়োজনে জিলা স্কুল প্রাঙ্গনে গতকাল সকাল ১১ টায় তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণীর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল

সুব্রত বিশ্বাস দাস, প্রভাতি শাখার প্রধান শিক্ষক, হিরো রোকসানা, দিবা শাখার সহকারী শিক্ষক, এ কে এম কামরুল আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল বিশ্বনাথ সাহা। অনুস্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। বরন শেষে অতিথিবৃন্দরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুস্ঠানের সমাপ্তি করা হয়।
