বরিশালে সাদিক আবদুল্লাহ্ এর উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সহায়তা প্রদান
শাওন অরন্য
সিনিয়র নিউজ রিপোর্টার (বরিশাল)। মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর উদ্যোগে বরিশালে ৪০,০০০ দুস্থ ও অসহায় পরিবারগুলোকে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে। অন্যান্য দিনের মতো আজকেও নগরীর কাউনিয়া কালাখার বাড়ি, মনোশা বাড়ি, গ

রুর হাটখোলা এবং আমানতগঞ্জ ঝাপের বস্তিসহ পদ্মাবতী ও আমির কুটির হরিজন কলোনীতে প্রায় ১৬শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় আতংকিত না হয়ে সচেতন হোন। নিজে সুস্থ থাকুন, পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করুন।
