বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শাওন অরন্য বরিশাল প্রতিনিধী: বরিশালে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে । গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে বরিশাল নগরীর বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ: রব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস,এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)।