বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত ১০৩ জন
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৮জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেরেই চলছে। আজ ২০ মে (বুধবার) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৮৬ জন। করোনার প্রভাব বিভাগীয় শহর বরিশালেও পরেছে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত ১০৩ জন। যার ভিতর বরিশাল সদর উপজেলায় ৬৩ জন, বাবুগঞ্জ উপজেলায় ১২জন, উজিরপুর উপজেলায় ০৭জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ০৫জন, বাকেরগঞ্জ উপজেলায় ০৩জন, বানারীপাড়া উপজেলায় ০৩জন, গৌরনদী উপজেলায় ০৩জন, হিজলা উপজেলায় ০৩জন,আগৈলঝাড়া উপজেলায় ০২জন এবং মুলাদী উপজেলায় ০২জন ।