বরিশালে উদ্যোক্তা পরিবার বিসিক বরিশালের আয়োজনে উদ্যোক্তা মিলনমেলা, পণ্য বিক্রয় ও প্রদর্শনী ২০২০ সম্পন্ন
শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশালে উদ্যোক্তা পরিবার বিসিক বরিশাল এর আয়োজনে এবং বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সহযোগিতায় উদ্যোক্তা মিলনমেলা, পণ্য বিক্রয় ও প্রদর্শনী ২০২০ সম্পন্ন হয়েছে। বরিশালে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় এই আয়োজন করা হয়। এই উদ্যোক্তা মিলনমেলা, পণ্য

বিক্রয় ও প্রদর্শনী ২০২০ অনুষ্ঠানে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিক বরিশাল এর উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মোঃ জালিস মাহমুদ, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি বরিশাল আজিমুন করীম, কো-অর্ডিনেটর

বিডা আবরারুল হক, সাধারণত সম্পাদক বিসিক শিল্প মালিক সমিতি মোঃ ইব্রাহিম খান।এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা মালিক ও শ্রমিকবৃন্দ। শুরুতে অতিথিরা উদ্যোক্তা মিলনমেলা ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য নিয়ে মেলার আয়োজন করা

হয়। উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ। সন্ধায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বরিশালের বিখ্যাত থ্রি এস ড্যান্স গ্রুপ। উদ্যোক্তা মিলনমেলায় অংশগ্রহণকারীর মধ্যে ১ম,২য় এবং ৩য় কে পুরস্কার বিতরণের মাধ্যমে রাত ০৮টায় উদ্যোক্তা মিলনমেলা, পণ্য বিক্রয় ও প্রদর্শনী ২০২০ এর সমাপ্তি হয়।
