বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র সৈয়দপুর পৌরসভা,সংগ্রামী শ্রমিক নেতা জনাব আখতার হোসেন বাদল

Share the post

মোঃ মাইনুল হক, বিভাগীয় প্রধান রংপুর: যে অপশক্তি স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই ৭১’র পরাজিত শত্রু ও দেশীয় ষড়যন্ত্রকারিরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম ৩২৩ সৈয়দপুর নীলফামারী তিনি বলেন এ নৃশংস হত্যাকান্ডের মধ্যে দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ ঘাতকরাই ইতিহাসের আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। শনিবার সকালে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে জাতির জনকের জন্মশত বার্ষিকীতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর ৪৫-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, তিনি বলেন ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে এগিয়ে নিতে হবে। আগস্ট এলেই সকল অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে। যে কারনে স্বাধীনতার পক্ষের সকল শক্তির হৃদয় স্পন্দন অজানা আতংকে কেঁদে উঠে। বঙ্গবন্ধু যখন সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে সকলকে নিয়ে আত্মনিয়োগ করে উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক তখনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগককে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভা, ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু তিনি বলেন, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশ্বের বুকে দেশ আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে। উন্নয়নের শিখরে আরোহন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইন্জিঃ রাশেদুজ্জামান রাশেদ অপরদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয় এতে সভাপতিত্বে করেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দপুর, মোঃ নাসিম আহমেদ, সৈয়দপুর উপজেলার ও পৌরসভার বিভিন্ন ওয়াড ইউনিয়নে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]