ফাইভার থেকে অনলাইনে হয়ে গেলো বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং মিটআপ “How to Freelance Online During COVID-19”
মুজিবুল হক,চট্টগ্রাম প্রতিনিধি: ফাইভার থেকে অনলাইনে হয়ে গেলো বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং মিটআপ “How to Freelance Online During COVID-19” এই শিরোনামে সারা দেশ থেকে প্রায় চারশজন সফল ও নতুন ফ্রিল্যাসারদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং মিটআপ।ফাইভার বাংলাদেশ এবং ইন্সট্রাক্টরির যৌথ আয়োজনে এই লাইভ মিট আপ পরিচালিত হয়।সারা দেশ থেকে সফল ও নতুন ফ্রিল্যান্সারদের সাথে ছিলেন ফাইভার বাংলাদেশের অ্যাডমিন প্যানেল গোলাম কামরুজ্জামান ,কামরুজ্জামান শিশির, মোহাম্মদ রিদোয়ান মোল্লা,এছাড়াও রিফাত এম হক,যিনি ফাইবার এর কমিউনিটি লিডার এবং ইন্সট্রাক্টরি এর সিইও।আরো ছিলেন ইন্সট্রাক্টরির হেডঅফ অপারেশন হোসনে আরা কলি এবং ডিজিটাল মার্কেটার জয়িতা ব্যানার্জি।লাইভ মিট আপের উদ্যোক্তারা জানান করোনা ভাইরাসের প্রক্ষিতে লোকালি মিট আপ করতে না পারলেও প্রযুক্তির কল্যাণ ও আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্যই আমরা ভার্চুয়ালি কানেক্টেড হয়েছি।লাইভ মিটআপে অংশগ্রহণকারী ফ্রিল্যান্সাররা দেশের টপ লেভেলের ফ্রিল্যান্সারদের সাথে মিট আপ করতে পেরে অত্যন্ত অানন্দিত বোধ করেন এবং এটার ধারাবাহিকতা চান অনেকে।