ফটিকছড়ির ২ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে অভিযান চালিয়ে অনিয়ম ও পরিবেশ দূষণের দায়ে দুই ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব মন্দাকিনী এবিসি-১ এবং এবিসি-২ এ দু’টি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে দু’টি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এবং সংশোধিত আইন ২০১৯ অনুসারে অপরাধ আমলে নিয়ে এ দু’টি ইট ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। এসময় ভূজপুর থানার পুলিশের এস আই ওয়াশিমুল হয়দার ও তার সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।