ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ!
মোজাম্মেল আনোয়ারঃ আশার আলোয় আমরা আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই।” করোনা ভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব এখন প্রায় অচল।এই ভাইরাস মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে।বিশ্বের প্রায় সকল দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসের মোকাবেল এবং বিস্তার রোধ করার জন্য পৃথিবীর প্রায় সকল দেশ লকডাউনে রয়েছে। বাংলাদেশও পৃথিবীর অন্যান্য দেশের মতো লকডাউন রয়েছে। এই লকডাউনে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,প্রবাসী ও এলাকাবাসীর সহায়তায় এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করে। এই ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছিলেন ফটিকছড়ির উপজেলা ছাত্রলীগ নেতা মিজান রহমান ও যুবলীগ নেতা সাহেদ, যুবলীগ নেতা জুয়েল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম, যুবলীগ নেতা বক্কর, শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। তারা প্রবাসী, এলাকাবাসী, আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগের সহায়তায় ১৫০ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন