প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত।
আজাদ চৌধুরী(প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়): আজ ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, মিসেস সাবিহা মুসা, মিসেস হাসিনা মহিউদ্দিন, জনাব রেমন্ড আরেং,জনাব বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, নাসির উদ্দিন ইউসুফ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও প্রমুখ। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ সহকারী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় ২৯ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য নিয়োগ, বহুতল ভবন নির্মাণ ও ৩য় কনভোকেশন অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা করা হয়