পুলিশি হামলার প্রতিবাদে ঝালকাঠি ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচী পলন
মোঃ সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি : ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর (বীর উত্তম) খেতাব বাতিলের সিদ্ধান্তে এবং প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা ছাত্রদলের নেতিত্বে, ঝালকাঠি পৌর,সদর উপজেলা,ও কলেজ ছাত্রদলের মশাল মিছিল বের করে। মশাল মিছিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি, আরিফুর রহমান খান, সিনিঃ সহ-সভাপতি শাহেদ রানা ভুইয়া,সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, সহ-সভাপতি কেসবসুমন সরকার সহ জেলা ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মী ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা, সদস্য সচিব সুমন চন্দ্র মন্ডল,যুগ্ম আহ্বায়ক আনিচ,যুগ্ম আহ্বায়ক জুবায়ের,যুন্ম আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাওহিদ হোসেন সহ কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ।