পিরোজপুরের ১৫ বছরের যুবকের করোনা ভাইরাস সনাক্ত।
শাওন অরন্য
সিনিয়র নিউজ রির্পোটার
এই নিয়ে দ্বিতীয় করোনা রোগী সনাক্ত হয়েছে পিরোজপুর জেলাস্থ ভান্ডারিয়া উপজেলায়। ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামে অই যুবকের বাড়ি। নারায়ণগঞ্জের বাসিন্দা ওই যুবক গত দুই সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সাথে নয়াখালী মাটিভাঙ্গা নিজ গ্রামে আসেন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম জানান, ১৬ এপ্রিল ঐ যুবকের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ ২০ এপ্রিল (সোমবার) সকালে ঐ যুবকের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা প্রশাসন বাড়ীটি লক ডাউন ঘোষণা দিয়েছেন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা চলছে।