পাবিপ্রবিতে প্রথমবারের মতো ব্যবসা, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন।

Share the post
মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ব্যবসা বিষয়ক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক জাতীয় সম্মেলন। বুধবার (১৬ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন’। উদ্যোক্তা বিকাশে প্রযুক্তিনির্ভর ধারণা ছড়িয়ে দিতে এবং টেকসই ব্যবসায়িক মডেলের সম্ভাবনা অন্বেষণে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করবে বলে জানান আয়োজকরা।
সম্মেলনে জমা পড়া ৪০টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে ২৭টি প্রবন্ধ। এগুলো উপস্থাপন করা হয় পাচটি ভিন্ন ট্র্যাকে— হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, অর্থনীতি ও ফাইন্যান্স, ব্যবস্থাপনা-১, ব্যবস্থাপনা-২, মার্কেটিং ও পর্যটন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.শামীম আহসান। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, গবেষক ও শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে উপচার্য হিসেবে জয়েন করি। শিক্ষার মান ও শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কনফারেন্স করার পরিকল্পনা করি। এর অংশ হিসেবে আজকে ব্যবসা শিক্ষা অনুষদ আয়োজন করে। পর্যায়ক্রমে মানবিক, প্রকৌশলী, বিজ্ঞান অনুষদে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি এই সেশনগুলো তোমাদের জ্ঞান আরোহনের সুযোগ ও নতুন উদ্ভাবনী চিন্তা বাড়াতে সহায়ক হবে।
অর্থ কোন বিষয় নয়,বিষয় হলো তোমার উদ্ভাবনী আইডিয়া। তুমি যদি ইফেক্টিভ সব আইডিয়া জেনারেট করতে পারো,তুমিই সফল হতে পারবে। একটু তাকালেই খুলনার আকিজ উদ্দিন কে দেখো,যার জন্ম খুলনার ফুলতলায়। ব্রিটিশ আমলে সে কলকাতায় চলে যায় চাকুরী খুজতে।মাত্র ১৬ টাকা নিয়ে সেখানে গিয়ে থাকার কোন জায়গা না পেয়ে শিয়ালদা স্টেশনে থাকতে শুরু করে এবং দিনে মাত্র ছয় আনার ছাতু খেয়ে দিন পার করতেন।এভাবেই আস্তে আস্তে ছয় আনার একটা ভ্যারাইটিজ দোকান খুলে বসেন,যেখানে সকল পণ্যের মুল্য ছয় আনা। এখন যেমন আমেরিকা,কানাডায় নাইনটি নাইন শপ তুমুল জনপ্রিয় ঠিক তেমনি আকিজ সাহেবের ছয় আনার দোকান অনেক জনপ্রিয় হয়ে ওঠে।এভাবে যদি নতুন নতুন আইডিয়া জেনারেট করা যায় তাহলেই অর্থ কোন ফ্যাক্টর নয়,ফ্যাক্টর হলো আইডিয়া।
ভবিষ্যতের জন্য তোমার ব্যবসায়িক আইডিয়া উন্নয়ন করো। রাজনৈতিক গতিশীলতা বদলে গেছে। প্রথাগত রাজনীতি ভবিষ্যতে আর কার্যকর হবে না। ভবিষ্যতের রাজনীতি হবে অর্থনীতিকে কেন্দ্র করে। তোমাদের অর্থনৈতিক অবস্থান যত শক্তিশালী হবে, ততই তুমি দেশকে নেতৃত্ব দিতে পারবে। বিশ্বকে শাসন করতে পারবে।সম্মেলনের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: নূর উন নবী। এছাড়া শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ‘বিজনেস ব্রিলিয়ান্স’ সেগমেন্টে বক্তব্য দেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদ।
সম্মেলনের আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম বলেন, “এই সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি দেশের একাডেমিক ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তেজনা বৃদ্ধি

Share the post

Share the postজলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন, যা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিকভাবে বিএনপি এখানে […]

শুভ জন্মাষ্টমি উপলক্ষে সিরাজগঞ্জ বিএনপি নেতা টুকুর আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ।সিরাজগঞ্জ, ১৬ আগস্ট ২০২৫: শনিবার সকালে সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। […]