পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খানের নেতৃত্বে উন্নয়নের অদম্য পথযাত্রার আনন্দ মিছিল।
চট্টগ্রাম সংবাদ: পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খানের নেতৃত্বে উন্নয়নের অদম্য পথযাত্রার আনন্দ মিছিল। পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খাঁনের সভাপতিত্বে ও পাঁচলাইশ থানা ছাত্রলীগ কর্মী আকিল ইবনে হাবীবের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়.. এতে সভাপতিত্বের বক্তব্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগ সভাপতি মীর জিহান আলী খাঁন বলেন- আগামীর বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার দীপ্ত শপথে উন্নয়নে ভরে যাচ্ছে বাংলার প্রিয় আঙ্গিনা
শেখ হাসিনার যে উন্নয়ন বাংলাদেশ কে ঘিরে তা বিশ্বে প্রশংসনীয়.শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে এই বাংলাদেশ.আমাদের নেত্রীর দীর্ঘ আয়ু কামনা করি.এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান,ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানবীর,মীর আশিক আলী খাঁন,রিয়াদ, মীর নাবিদ আলী খাঁন, বাপ্পি দও,জালাল,ফয়েজ,শিহাব,জীবন,আকাশ,আলামীন,রাফি,ইসরাক,বাবু সহ প্রমুখ।