পরম সৃষ্টিকর্তার দোয়া/আশীর্বাদে আজ আমাদের “হেল্পিং হ্যান্ডস অব চিটাগং ইয়াং জেনেরেশন এসোসিয়েশন ” সংগঠনের উদ্যোগে কিছু অসহায়কে ত্রান-সামগ্রী বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি: পরম সৃষ্টিকর্তার দোয়া/আশীর্বাদে আজ আমাদের “হেল্পিং হ্যান্ডস অব চিটাগং ইয়াং জেনেরেশন এসোসিয়েশন ” সংগঠনের উদ্যোগে কিছু অসহায়কে ত্রান-সামগ্রী দিয়েছি। যতটুকু সম্ভব আমরা শতাধিক মানুষকে সাহায্য করেছি। আমরা এক জায়গায় দাঁড়িয়ে গনহারে ত্রান বিতরণ করিনি। আমরা চকবাজার, রাহাত্তারপুল, বাকলিয়া, নতুন ব্রিজ, বহদ্দারহাট, আসকারদীঘি এবং আকবরশাহ এলাকা এই জায়গা গুলো ঘুরে ঘুরে যাচাই করে করে পুরুষ-মহিলা সবাইকে দিয়েছি। আমরা কিছু গরীবদের পাশাপাশি মধ্যবিত্ত কিছু পরিবারকেও সাহায্য করেছি। যারা

আমাদেরকে অনুদান পাঠিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, আপনাদের পাঠানো অনুদান বিফলে যায়নি, সব সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে পৌঁছে দিয়েছি আমরা। গরীব, মধ্যবিত্ত সবারই অবস্থাই খারাপ। তাই যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করুন। চাইলে আমাদেরকেও অনুদান পাঠাতে পারেন, অথবা আপনাদের পরিচিতদের মধ্যে কেউ যদি আমাদের মতো উদ্যোগ নিয়ে থাকে তাদেরকে অনুদান দিন অথবা ব্যক্তিগত ভাবে সাহায্য করুন, প্রয়োজনে একজনকে ত্রাণ দিন সমস্যা নেই। চট্টগ্রামের সবাইকে দেওয়ার সামর্থ্য আমাদের নেই কিন্তু হয়তো আপনাদের দোয়াই হতেও পারে সেই সামর্থ্য, তাই যাদের দিতে পারিনি তাদের কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও আমার এই পোস্টটি তারা দেখবে না।আমরা আন্তরিক ভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সরকার, প্রশাসন এবং চিকিৎসক দের প্রতি যারা নিজেদের জীবন বাজি রেখে দেশের মানুষকে বাঁচানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
