পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মরিচ খেতের সঙ্গে এ কেমন শত্রুতা!

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুফের আলীর ৬০ শতাংশ জমিতে লাগানো মরিচ খেতের মরিচগাছ রাতের আঁধারে উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার অন্তত ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া গ্রামের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জুফের আলী।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে মরিচ খেতের গাছ কাটা ও উপড়ে ফেলার এমন অমানবিক কর্মকান্ডের দৃশ্য চোখে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী জুফের আলী সোমবার বিকালে তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুফের আলী একজন সহজ সরল কৃষক ও শ্রমিক। তিনি নাওয়া পাড়া গ্রামে ৬০ শতাংশ জমিতে মরিচ খেত লাগিয়েছেন। ইতোমধ্যে মরিচ খেতের গাছগুলোতে প্রচুর মরিচ ধরতে শুরু করেছে এবং কিছু গাছে পূর্ণাঙ্গ মচির ঝুলছে। রোববার রাতে দুর্বৃত্তরা তার প্রায় পৌণে এক একর জমির মরিচের গাছ কেটে ও উপড়ে ফেলেছে।

জুফের আলী বলেন, তিনি ৬০ শতাংশ জমিতে মরিচ লাগিয়েছে। মরিচের গাছগুলোতে কেবল ঝাঁক ধরে মরিচ আসা শুরু করছে। এমন সময় দুর্বৃত্তরা এই কান্ড ঘঠিয়েছেন। এতে বর্তমান বাজার অনুযায়ী ২ লাখ ২৫ হাজার টাকার মরিচ বিক্রি হতো। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণসহ কঠিন শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি। তিনি আরও বলেন, অনেক কষ্টে লোন করে এই মরিচ চাষ করি। আমার সমস্ত মরিচ গাছ দুর্বৃত্তরা উপড়ে ফেলেছেন আমি তাদের তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমার এই ৬০ শতাংশ জমিতে ব্যয় হয় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। কঠিন এই দাবদাহের মধ্যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মরিচের খেতের পরিচর্যা করেন তিনি। এসব মৌসুমের আবাদে চলে তার সংসার। তিনি বলেন, আমি এখন কী করে খাবো, কীভাবে সংসার চালাবো?

তিনি জানান, সোমবার বিকালে মরিচ খেত পরিচর্যার জন্য গিয়ে দেখেন সমস্ত মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানার জন্য উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসকে মুঠোফোনে একাধিকবার কল করা হলে কলটি রিসিভ না হওয়ায় কথা বলার সুযোগ হয়নি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত কবিরকে মুঠোফোনে কল করা হলে তিনি থানায় না থাকায় উিউটি অফিসার এসআই আব্দুল মালেক মিয়া বলেন, জুফের আলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটির ইনডেক্স নম্বর পড়লেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইসরায়েল এর পণ্য বর্জনে ছাত্রদলের বিক্ষোভ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি ঃফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ করে ইসরাইলি পণ্য বর্জনের  আহবান জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ করের নেতাকর্মীরা।  (৮ এপ্রিল) বেলা  প্রায় ১১টায় সাভার সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে  মাধ্যমে শেষ হয়। এ কর্মসূচিতে […]

আশুলিয়ায় “গাজায়” ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার (৭এপ্রিল) দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ  করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, […]