নৌ যাতায়াত টিকিট কাউন্টারে চলছে হাত ধোয়া
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি) :আজ ২১মার্চ সকাল ৫ টা ৩০ মিনিট থেকে গুপ্তছাড়া ঘাটে টিকিট বিক্রয় ও যাতায়াতের কার্যক্রম শুরু হয় । তবে প্রতিদিনের মত আজ কাউন্টারে প্রবেশ করে টিকিট নেওয়া সম্ভব হয় না যাএীদের। কারণ করোনা ভাইরাস সম্পর্কে সর্তক ও যাতায়াত নিরাপদ রাখতে ঘাট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ঘাটে টিকিট কাউন্টারে প্রবেশ করার আগে ভালো ভাবে হাত-মুখ ধোয়ে কাউন্টারে প্রবেশ করতে হবে এবং টিকিট সংগ্রহ করতে হবে। হাত-মুখ ধোয়া ছাড়া কোন যাএীকে টিকিট কাউন্টারে প্রবেশ করতে দেোয়া হচ্ছে না বলে জানান ঘাট কর্তৃপক্ষ। বিশেষ করে ধন্যবাদ জানাই ঘাটের সকল কর্তৃপক্ষ কে তাদের নিরাপদ ও সর্তকতা উদ্যোগ গ্হহন করার জন্