

আল শাহরিয়ার শিপন ,নোয়াখালী প্রতিনিধি : পশ্চিম নরোত্তম পুর ইসলামিয়া আরাবি মাদরাসা যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৩টা থেকে পশ্চিম নরোত্তম পুর ইসলামিয়া আরাবি মাদরাসায় যুব সমাজের উদ্যোগে ইসলাম মার্কেট শামীম এন্টারপ্রাইজ এর সৌজন্য ১০ নং নরোত্তম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান টিপুর সভাপতিত্বে দেশ বরণ্য বিভিন্ন আলেম ওলামাদের আগমনের ওয়াজ ও দোয়ার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বানিজ্যিক শহর চৌমুহনী পৌরসভার সাবেক সফল মেয়ের আক্তার হোসেন ফয়সাল বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ সেলিম সহ ইঞ্জিনিয়ার হোসেন ও শরীফ উল্যা ও স্থানীয় ইউনিয়ন এলাকার সদস্য প্রমুখ বৃন্দু উপস্থিত ছিলেন।
ওয়াজে অত্র মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান খোকন বলেন, বিগত দিনে আপনাদের সাহায্য সহযোগিতা এই মাদ্রাসার কায্যক্রম এবং ওয়াজের ও দোয়ার মাহফিল পরিচালনা হয়ে আসতেছে,
তাই সামনের দিনে এলাকার সকল বৃত্তবানদের সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আগ্রহগতির অব্যহত থাকার জন্য আহবান করেন।