নেত্রকোনায় এলাকার বিদ্যুৎ বন্ধ রেখে নিজের বাড়ির রঙ করেন প্রকৌশলী

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি :নিজের বাড়িতে রঙ করার কারণে বিদ্যুৎ সরবরাহ লাইন ব্ন্ধ করে জনদুভোর্গ সৃষ্টি করার অভিযোগ উঠেছে নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমানের বিরুদ্ধে। এতে করে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে এলাকার শতাধিক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হয়।
 বুধবার নেত্রকোনার পৌরশহরের পশ্চিম চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সকাল ১১টা থেকে প্রায় দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
এলাকবাসী  জানায়, নেত্রকোনার পৌরশহরের পশ্চিম চকপাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান। নিয়ম ভেঙে বিদ্যুৎ সরবরাহ লাইন ঘেঁষে তিন তলা বাড়ি তৈরি করেন তিনি। বুধবার বাড়িতে রঙ করানোর জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেন তিনি। স্থানীয়রা কন্ট্রোল রুমে যোগাযোগ করলে ওখানকার দায়িত্বে থাকা লোকজন ২০-২৫ মিনিটের মধ্যে চলে আসবে আশ্বাস দিলেও তিন ঘণ্টা পর বিদ্যুৎ আসে।
খোঁজ নিয়ে জানায়, পশ্চিম চকপাড়াস্থ মরহুম অ্যাডভোকেট বুলবুলের বাড়ির মোড়ে নজরুল মিয়ার বাড়ি হতে মরহুম আব্বাস আলী খান সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় শতাধিক বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নিজ বাড়ির রংয়ের কাজ করাচ্ছেন সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান।
এবিষয়ে পশ্চিম চকপাড়ার বাসিন্দা সংবাদকর্মী কে.এম. সাখাওয়াত হোসেন বলেন, সকাল পৌনে ১১টার সময় তথ্য সংগ্রহ করে বাসায় আসি। সংবাদ লেখার জন্য কম্পিউটার চালু করতে গেলে বিদ্যুৎ না থাকায় তা করতে পারিনি। কিছুক্ষণ পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদ্য যোগাদানকারী নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানার চেষ্টা করি। তিনি বলেন গতকাল বৃষ্টির জন্য লাইনের কোথায় সমস্যা হয়ে থাকতে পারে। কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন। কন্ট্রোল রুমে এসবি খাইরুল সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ২০-২৫ মিনিটের মধ্যে চলে আসবে।
 তিনি বলেন, পরে দুই ঘন্টা পেরিয়ে গেলে খোঁজ নিয়ে জানতে পারি প্রকৌশলী মোখলেছ সাহেবের তিনতলা বাসায় রংয়ের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছেন। বিদ্যুৎ সরবরাহ লাইনের তিন ফুটের দূরত্বে স্থাপনা নির্মাণের বিধান নেই, এসব নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিগত দিনে তিনতলা বিল্ডিং নির্মান করেছেন। তারপর  তিনি নিজে একজন বিদ্যুতের প্রকৌশলী হয়ে বাড়ির রংয়ের কাজের জন্য কর্তৃপক্ষ বিনা নোটিশে প্রায় শতাধিকের বেশি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছেন। এটি ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছু নয়। বিষয়টি তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে জানতে  সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান এলাহী বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইন ঘেঁষে বাড়ি তৈরি করা ঠিক হয়নি। বাড়ি করার সময় পৌর নিয়ম মানার দরকার ছিল।  আর নিজের বাড়ির রঙের কাজের জন্য বিদ্যুৎ বন্ধ রেখে জনদুর্ভোগ সুষ্টি করাটাও ঠিক না। এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিখোঁজ সাংবাদিক মনিরুজ্জামান সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন।

Share the post

Share the postগত কয়েক দিন ধরে নিখোঁজ থাকা দৈনিক কালবেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান (৩৩) সুস্থ ও নিরাপদ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে পরিবারের সাথেই অবস্থান করছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে যারা তার খোঁজে উদ্বিগ্ন ছিলেন, সহমর্মিতা দেখিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সবার […]

আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটির অফিস পরিদর্শনে ইবির ভিসি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শুক্রবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর আমন্ত্রণে তিনি এই পরিদর্শনে যান। এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ এর সাথে এক বৈঠকে মিলিত হন এবং উভয়ের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ডায়রি […]