নেত্রকোনায় সুঁই-সুতায় বদলে যাওয়া শত জীবনের গল্প,নারীদের নীরব বিপ্লব

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনা শহরের ইসলামপুর এলাকার একটি সাধারণ টিনশেড ঘর। বাইরে থেকে একেবারেই সাদামাটা মনে হলেও ভেতরে প্রতিদিন রচিত হচ্ছে শত শত নারীর নতুন জীবনের গল্প। এ ঘরটির নাম স্বপ্নবুনন সেলাই শিখন কেন্দ্র। একটি সুই,সূতা আর কাপড়ের কারুকাজে শুধু পোশাক নয়,গড়ে উঠছে নারীদের আত্মবিশ্বাস,আর্থিক স্বাবলম্বন আর সমাজে নিজস্ব অবস্থান।
‎তিনজন দিয়ে শুরু,এখন শতশত নারী ২০০৫ সালে ‘স্বপ্নবুনন’শুরু করেন উদ্যোক্তা তাহমিদা ইসলাম। শুরুতে অনেকের ঠাট্টা-বিদ্রূপ সহ্য করতে হলেও থেমে যাননি তিনি। সময়ের সাথে সেই ছোট্ট উদ্যোগ আজ দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ নারীর জীবনের ভরসার জায়গায়। কেউ ঘরে বসেই পোশাক তৈরি করে বিক্রি করছেন,কেউ খুলেছেন নিজস্ব টেইলারিং শপ,আবার কেউ অনলাইনে চালাচ্ছেন হস্তশিল্প ব্যবসা।
‎শহর ছাড়িয়ে গ্রামেও আলো স্বপ্নবুনন-এর আলো এখন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার প্রত্যন্ত গ্রামেও। উদ্যোক্তা তাহমিদা ইসলাম খুঁজে নিচ্ছেন গৃহবধূ, বিধবা,কিংবা স্বামী-পরিত্যক্ত নারীদের। তাঁদের হাতে ধরিয়ে দিচ্ছেন সূঁচ-সূতা,শেখাচ্ছেন ব্লাউজ, থ্রি-পিস থেকে শুরু করে শিশুদের জামা তৈরির কৌশল। শুধু সেলাই নয়,জীবনের নতুন বুনন প্রতিদিন ৫০-৬০ জন নারী নিয়মিত আসেন প্রশিক্ষণ কেন্দ্রে। তাঁদের মধ্যে কেউ স্কুলপড়ুয়া কিশোরী,কেউ সংসারের হাল ধরা নারী। সেলাই শেখার পাশাপাশি তাঁরা খুঁজে পাচ্ছেন আত্মবিশ্বাস, আয়ের পথ এবং পরিবারের ভরসা হয়ে ওঠার সুযোগ। অনেকেই আজ সংসারের প্রধান উপার্জনকারী। চালাচ্ছেন সন্তানদের পড়াশোনা,পরিবারের খরচ ও চিকিৎসার দায়িত্ব।
‘স্বপ্নবুনন’এখন আর কেবল একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে নারীর ক্ষমতায়নের এক নীরব বিপ্লব। যেসব নারী একসময় নিজেকে অযোগ্য ভাবতেন,আজ তাঁরাই অন্য নারীদের অনুপ্রেরণার উৎস।
‎তাহমিদা ইসলাম বলেন,আমার স্বপ্ন এই প্রশিক্ষণ শুধু ইসলামপুরে নয়,দেশের প্রতিটি গ্রামের নারীর কাছে পৌঁছাক। স্বাবলম্বী হওয়াই নারীর প্রকৃত ক্ষমতায়ন। যারা একসময় বলতেন এসব শিখে কী হবে, তারাই এখন বলছেন দারুণ কাজ করছেন।
‎তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এ উদ্যোগ জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া সম্ভব। ২০২৬ সালে একটি গার্মেন্টস প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছেন তিনি,যেখানে আরও বহু নারী কাজের সুযোগ পেয়ে নিজেদের জীবন বদলাতে পারবেন। স্বপ্নবুনন’তাই শুধু কাপড়ের বুনন নয়, নারীর স্বপ্ন ও জীবনের নতুন পথে হাঁটার গল্প।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]