

সোহেল খান দূর্জয,নেত্রকোনা : নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের অপেক্ষারত অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পার্শ্বে ও দত্ত মার্কেটের তৃতীয় তলায় মহিলা ও পুরুষ অভিভাবকদের জন্য পৃথক দুটি বিশ্রামাগার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে নেত্রকোনা জেলা ছাত্রদল।
এতে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুর রহমান,জেলা ছাত্রদল নেতা ওয়াসিম, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায় ইমামুল খান ইমন,পৌর ছাত্রদল নেতা রাকিব হাসান জয় সহ আরো অনেকে।