নুর পাড়া ক্রিকেট প্রিমিয়ারলীগ এ চ্যাম্পিয়ন নুর পাড়া হিট ক্রিকেট একাদশ

Share the post

ইকবাল হোসেন রিমন(আনোয়ারা প্রতিনিধি): বটতলী মরহুম সাঁচি মিঞা স্মৃতি সংঘ কতৃক আয়োজিত বঙ্গবন্ধু নুরপাড়া ক্রিকেট প্রিমিয়ার-লীগ (এনপিএল) ৫ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।আজ (১১) জুন বিকাল ৩ ঘটিকায় বটতলী ফকির মুড়া মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে জনাব আবুল কালাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ৪ নং বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব গোলাম মোহাম্মদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ নং বটতলী ইউনিয়নের পরিষদের সুযোগ্য চ্যােয়ারমেন জনাব অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব আকতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার যুবলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ সাহেব,আনোয়ারা থানার যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ও বটতলী ৪নং ওয়ার্ড়ের সুযোগ্য মেম্বার জনাব মোঃ আব্দুস সবুর,সাবেক ছাত্র নেতা মোঃ আবছার ,আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ,র সভাপতি মোঃ নুরুল ওয়াহিদ সেলিম,

উক্ত ফাইনাল খেলায় মুখামুখি হয় নুরপাড়া হিট ক্রিকেট একাদশ বনাম ইলিভেন থান্ডারস ক্রিকেট একাদশ।

ফাইনালে ইলিভেন থান্ডারস ক্রিকেট একাদশ কে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নুর পাড়া হিট ক্রিকেট একাদশ।

নুর পাড়া হিট ক্রিকেট একাদশ টস জিতে পিল্ডিং পাঠায় ইলিভেন থান্ডারস কে ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে নিদ্রারিত ১০ওভারে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে নুর পাড়া হিট ক্রিকেট একাদশ নিদ্রারিত ৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ৬ উইকেটে বিশাল ব্যাবধানে জয়লাভ করে।

উক্ত ফাইনাল ম্যাচে ২ উইকেট এবং ২৪ রান করে ম্যাচ সেরা হন নুর পাড়া হিট ক্রিকেট একাদশের মোঃ ফোরকান।

খেলা পরিচালনা করেন মোঃ হারুন ও মেরুন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ সাজ্জাদ ও আনোয়ার।

নুর পাড়া প্রিমিয়ারলীগ আয়োজনে এই টুর্নামেন্টে এর সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াসি ডেইরি ফার্ম,
এন পোলট্রি, রূপসী বাংলা, নকশী ফ্যাশন,নিঝুম কালেকশন,শাহ মোহছেন আউলিয়া অটো রাইচ মিল,কটন ভিউ, ষ্টুডিও কাকলী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]