নীলফামারী ডিমলায় খালিশা চাপানীকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্তকরন ঘোষনা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ৭নং খালিশা চাপানী ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় মুক্তকরন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ডালিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দেয়া হয়। খালিশা চাপানী ইউনিয়ন ওয়াটসান কতৃক আয়োজিত উপজেলা ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে কেয়ার বাংলাদেশ এর বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা। আরো উপস্থিত ছিলেন, ইউনিসেফ ও কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা গন, ইউপি সদস্য রমজান আলী, মোফাজ্জল হোসেন মোফা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তামজিদুর রহমান তামজিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিঃদ্রঃ অনুষ্ঠান শেষে ইউপি চেয়ারম্যান ও খালিশা চাপানী ইউনিয়ন ওয়াটসান সভাপতি আতাউর রহমান সরকারকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়।