নীলফামারী জেলা প্রসাশন, হাফিজুর রহমান চৌধুরীর ২য় পুত্র ইরাশাম এর ৩য় জন্মদিন

Share the post

মোঃ মাইনুল হক, রংপুর প্রতিনিধি : ছেলের জন্ম দিনে বলেন মনটা এমনিতেই খুব খারাপ -ইউএনও ঘোড়াঘাট এর উপর এ ধরনের হামলা আমি জেলা প্রশাসক হিসেবে অধীনস্হ সকল কর্মকর্তার নিরাপত্তা ভাবনাকে ভীষণ চিন্তার মধ্যে ফেলে দিয়েছে-এর মধ্যে নীলফারী জেলায় ৬জন ইউএনওর মধ্যে ৪ জনই নারী কর্মকর্তা । আবার অনেক দিন থেকে সন্তানের মায়ের একটি বাসনা ছেলের জন্ম দিনটা চুপি সারে বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধদের সাথে কাটাতে চান। তবে জানা ছিলো কিশোরগঞ্জ উপজেলায় বেসরকারি উদ্যোগে সাজেদুর রহমান সাজু নামক একজন মহতপ্রাণ ব্যক্তির চেষ্টায় গুটি কয়েক লোকের উদ্যোগে একটি বৃদ্ধাশ্রম চালু রয়েছে, ছেলের জন্মদিনে তাই স্বাস্থবিধি মেনে কিশোগন্জ উপজেলার উদ্দেশ্য, রওনা দিলাম যাতে ছেলেরা বড় হয়ে মনে করে সমাজের এ রকম অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে এবং বাবা-মাকে সযত্নে আগলে রাখা তাদের কর্তব্য। বাচ্চাদের মা নিজ হাতে এই অসহায় বয়স্কদের জন্য নিজ হাতে খাবার রান্না করলেন এবং উনাদের জন্য কিছু শাড়ি পাঞ্জাবী ও নিলাম। গিয়ে দেখি এই বৃদ্ধাশ্রমে কেউ রয়েছেন আমেরিকা প্রবাসী উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলের মা প্রফেসর ইঞ্জিনিয়ার বাবা-যিনি আজ জীবন সায়াহ্নে উদাস দৃষ্টিতে খুঁজেন জীবনে কি পেলাম! – ছেলে ও পরিবারের কেউ তার খবর রাখে না, আছেন দুপা প্যারালাইজড পবিত্র কুরআনে হাফিজ যার দু মেয়ে তার কোনো খবর রাখে না-আছেন ছেলে- ছেলের বউ দ্বারা বিতাড়িত হয়ে আশ্রয় নেয়া স্বামী স্ত্রী,এ রকম অনেক অসহায় বয়স্কজন যাদের বয়স কারো সত্ত্বর, কারো আশি, কারোবা নব্বই ছুই ছুই।মনটা প্রচন্ড রকম খারাপ হয়ে গেল। আমার বডিগার্ড মানিকের দেখলাম অশ্রুসজল চোখ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করলাম ; হে আল্লাহ উনাদের সন্তানদের তুমি সুমতি দাও, শত কাজ , শত ব্যস্ততার মাঝেও সন্তান যেনো বাবা-মাকে নিজের কাছেই রাখে, মনে মনে ভাবলাম হে আল্লাহ আমাদেরকে তুমি বুড়ো বয়সে এরকম অবস্থায় ফেলো না! হে আমার বুকের মানিক, আমার সন্তানেরা, বড় হয়ে তোমরা প্রকৃত মানুষ হও, এ রকম অসহায় মুরব্বিদের পাশে তোমাদের বিচরণ হয় দায়িত্ববোধ থেকে, তোমাদের এই দাদা ভাই, নানাভাই, দাদু নানুকে দেখ কত যন্ত্রনা বুকে ধারণ করে বেচে আছেন। মনে পড়লো সেই কবিতাখানি —- আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে, আর এও মনে হলো সময় চলে এসেছে আমার বা-মা যেন থাকেন দুধে ভাতে। মনটা যখন প্রচন্ড রকম খারাপ তখন ইউএনও সাহেব এর প্রশংসা শুনে মনে হলো এ যেন এক ফসলা বৃষ্টি । রোখসানা বেগম নামেরএ নারী ইউএনওর এলাকায় অনেক সুনাম, নিজের নিরাপত্তাহীনতার মধ্যেও এই অসহায়দের খবর নেন তিনি নিয়মিত। এক অজানা ভালো লাগায় মনটা ভালো হয়ে গেলো, মনে হলো মাননীয় প্রধানমন্ত্রী হয়ত জেনে শুনে আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন, শত শঙ্কার মধ্যে ও কর্তব্য কাজে অবিচল রয়েছি আমরা , জয় হোক মানবতার। ফিরতে ফিরতে মনে হলো, হে আল্লাহ ; তুমি সকল সন্তান, সকল বউমা, সকল জামাইকে মা- বাবা, শশুর- শাশুড়ীকে গভীর ভাবে ভালবাসতে শিখাও,সবাইকে এ বয়সে আসতে হবে এ কথটা যেন আমরা মনে রাখি, কারণ – মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এতোতুকু সহানুভূতি মানুষ কি পেতে পারে না…! ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এ অসহায় মানুষদের কে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। মনেরভেতরটা হু হু করে উঠলো -এ অসহায় মানুষদের জন্য কিছু একটা করার দায়িত্ব নিয়ে নীলফমারী ফিরলাম, মনে মনে ভাবলাম জীবন সায়াহ্নে কি এরকমই একা হয়ে পড়ব, ভাবতে ভাবতেই ইউএনও সদর এলিনা আক্তারের ফোন পেলাম, বাসায় একটু কাজে আসতে চান, বললাম মনটা ভাল নেই,তবে আসো, দেখি এডিসি জেনারেল আজহার ,এডিসি রেভিনিউ নাহিদ, আরডিসি তামান্না সহ জুনিয়র কর্মকর্তারা উপস্থিত। কোথা থেকে শুনেছে আজ বাবুটার জন্মদিন, বাবুকে শুভেচ্ছা জানাতে এসেছে। একি..!! এদের না আছে করনার ভয়, না আছে নিরাপত্তার শংকা ; মনে হচ্ছিল এ বাহুল্য তারা না করলেই পারতো-। বিশ্বে কত শিশু আজ না খেয়ে পড়ে আছে পথে প্রান্তরে, কত বাবা- মা আজ তার নিজ গৃহে পরবাসী! কিন্তু পরক্ষণেই মনে হলো এইতো আমাদের টীম স্পিরিট, এইতো আমাদের পাশে থাকার অংগীকার,জয় হোক মানবতার, জয় হোক বিশ্ব বিবেকের,মানবতার আলোকে উদ্ভাসিত হোক তোমাদের পথচলা, হে আমার প্রিয় সন্তানেরা। শুভ জন্মদিন ইরাশাম সোনা। ভালো থেকো ইশমাম সোনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের ভাড়াটে লোকের সঙ্গে সাধারন জনতার সংঘর্ষ, আহত-১৪

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ আগস্ট) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সিপাইপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে ভাড়াটিয়া লোক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান […]

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]