নিখোঁজের ৩ দিনের পর গৃহবধূর মরদেহ উদ্ধার
আল হাবিব ।। সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজের ৩ দিনের পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে মানিগাঁও স্কুল সংলগ্ন রাস্তার নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর নাম ফুলবানু বেগম (৩৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ফুলবানু বেগম তার ছোট ছেলের খোঁজে বাড়ি থেকে বের হন।
ছেলের খোঁজে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার সন্ধানে বের হন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তারা। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে নামাজ থেকে ফেরার পথে মুসল্লিরা দেখেন এক নারীর মরদেহ টানা-হেঁচড়া করছে কুকুর। তারা ফুলবানুর আত্মীয়-স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জানান, নিখোঁজের বিষয়টি গৃহবধূর বড় ছেলে একদিন আগে আমাকে জানিয়েছে।
আমি তাদের পরামর্শ দিয়েছিলাম নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানোর জন্য। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের একটি অংশ শেয়াল বা কুকুরে খেয়ে ফেলেছে।