নারায়ণগঞ্জের জর্দা কারখানায় আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে আবারো আগুনে পুড়ল জর্দা কারখানাসহ দোকানপাট। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আদমজি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি জর্দার কারখানায় আগুন লাগলে ঘন্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানাসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই। কারখানায় রাসয়নিক পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।
তবে স্থানীয়দের অভিযোগ, জর্দা কারখানার গ্যাসের আগুন থেকে লাগতে পারে আগুন। এই নিয়ে ৩ বছরে ৪/৫ বার আগুন লাগল রঘুনাথপুরে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবারই অবৈধ কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। কিন্তু তারপরেও আবাসিক এলাকা থেকে এসব অবৈধ কারখানা সরানোর কোন উদ্যোগ নেই।