নাদিয়ার পর আবারও গটলো সন্দ্বীপে স্কুল ছাত্রীর ধর্ষণ।
মারুফ বিল্লাহ ( সন্দ্বীপ প্রতিনিধি) : মুছাপুর অালিমিয়ার বাজার সংলগ্ন জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয়ের বর্তমান অভিবাবক কমিটির সদ্যস্য(২) আবদুর রব এর বড় ছেলে মারুপ আবরার বয়স (২১) স্কুলের এক মেয়ের সাথে দীর্ঘ ৮ মাসের প্রেম ছিলো এবং মেয়েকে স্কুলের মধ্যে সম্পর্ক ভাঙ্গার অযুহাত দিয়ে শারীরিক নির্যাতন করতো এবং এক সময় মেয়ে বিয়ের জন্য বললে মেয়ে কে না করে দেয় মারুপ,, তার জন্য ৩১ তারিখে মেয়ে বাদী হয়ে সন্দ্বিপ থানায় একটি মামলা করে এবং মেয়ে আরো বলে যে মেয়েকে জোর পূরবক ৪ বার স্কুল কহ্মের ভিতরে স্কুল সভাপতির রুমের মধ্যে অবাদ মিলামেসা করে,, তার সহকারী হিসেবে রয়েছিলেন ঐ স্কুলের নৈস প্রহরী,, এবং আরো যানা যায় যে মেয়ের পরিবার বিয়ের জন্য বসতে বল্লে আব্দুর রব না করে দেয়।