নলছিটিতে এম. খান লিমিটেডের শিক্ষা বৃত্তি পেল ৯৪ শিক্ষার্থী

Share the post
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এম. খান বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় নলছিটি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। গত ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ নেয় ১১৫টি স্কুল ও মাদরাসার মোট ৫২০ জন শিক্ষার্থী। চারটি বিষয়ে নেয়া পরীক্ষায় যারা শতকরা ৬০ নম্বরের বেশি অর্জন করেছে, তাদের মধ্য থেকে ৯৪ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, নলছিটি পৌর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল এবং সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সামছুল আলম বাহার।
এসময় এম. খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। তিনি বলেন, “এই মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, ২০০৫ সালে শিক্ষার্থীদের মেধা বিকাশে ও উৎসাহ দিতে এম. খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান এই বৃত্তি কর্মসূচির সূচনা করেন, যা প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]