নবীগঞ্জে সিএনজি পাম্পে বিস্ফোরণ, পুড়ল ১০টি সিএনজি ও একটি বাস, দগ্ধ ৬

Share the post

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দি একটি সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন ৬ জন।

‎ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ করে গ্যাসের পাইপ ছিঁড়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের পুরো এলাকায়। পাম্পে গ্যাস নিতে আসা সিএনজিগুলো ও বাসটি আগুনে পুড়ে যায়।

‎দগ্ধদের মধ্যে পাম্পের কর্মী রাসেল মিয়া (২৫), ব্যবস্থাপক জয়নাল আবেদিন (৪০) ও চারজন সিএনজি চালক রয়েছেন। তাঁদের সবাইকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘ঘটনার সময় আমরা পাম্পের তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে আমরা নিচে লাফ দিই।’

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পুরো পাম্প পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

এই প্রথম নেত্রকোনার আটপাড়ায় ইটের বিকল্প “শাহ সুলতান ইকো ব্লক”

Share the post

Share the postসোহেল খান দুর্জয়, নেত্রকোণা : নেত্রকোণার আটপাড়া উপজেলায় পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ইকো ব্লক থেকে তৈরি করা শুরু হয়েছে। প্রচলিত পোড়া ইটের বিকল্প হিসেবে এই ব্লক ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং নির্মাণ বর্জ্য থেকে তৈরি করা হয়। এখানে ৪ ধরনের ব্লক তৈরি করা হয়। আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর কবরস্থানে পাশে “শাহ […]

কালিয়াকৈরে আনসার ভিডিপির উদ্যোগ বৃক্ষরোপণ অভিযান

Share the post

Share the postস্বপন সরকার,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর   উদ্যোগে  বৃস্পতিবার সকালে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে   একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাউছার আহাম্মেদ  কর্তৃক  কালিয়াকৈর উপজেলা […]