নবীগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম, জনমনে প্রশ্নের ঝড়!

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৮৫০ মিটার দৈর্ঘ্যের একটি ড্রেন নির্মাণ প্রকল্পে ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৩৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাগজে-কলমে কাজটি পায় ঢাকার উত্তরার “এস এম এন্টারপ্রাইজ” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে কাজটি করছে স্থানীয় কিছু ব্যক্তি—যা ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। মাটি মিশ্রিত বালু, ছোট আকারের রড, কম মানের পাথর এবং নিম্নমানের সিমেন্ট দিয়ে চলছে নির্মাণকাজ। ঢালাইয়ের সময় প্রকৌশলী বা সহকারী প্রকৌশলীর কোনো তদারকি থাকছে না। এমনকি রাতে অন্ধকারে ড্রেন নির্মাণের কাজ চলতে দেখা গেছে নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডে।
সেখানে গিয়ে দেখা যায়, পাথরের স্তূপে প্রচুর পরিমাণে মাটি মেশানো রয়েছে। শ্রমিকরা জানান, পাথর ধুয়ে নেওয়া হয়নি। ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফাহিম ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, পাথর সরবরাহকারী প্রতিষ্ঠান দায়ী, এবং ভবিষ্যতে এমন পাথর আর ব্যবহার করবেন না।
ড্রেন নির্মাণে ২০ মিলিমিটার আকারের ভাঙা পাথর ও মানসম্পন্ন সারি বালু ব্যবহারের কথা থাকলেও বাস্তবে সেগুলোর উপস্থিতি নেই। রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে মাটি মিশ্রিত বালু ও ‘মরা’ পাথর—যা টেকসই ড্রেন নির্মাণের জন্য একেবারেই অনুপযুক্ত।
স্থানীয় এক ব্যবসায়ী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ করলে তা স্থায়ী হবে না। পানি এলেই ড্রেন ধসে পড়বে।”
সাইটে নিরাপত্তা ব্যবস্থারও অভাব রয়েছে। শ্রমিকদের কারও মাথায় হেলমেট নেই, পায়ে নেই বুট জুতা, এমনকি সতর্কতামূলক সাইনবোর্ডও নেই।
এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, “নিম্নমানের পাথর সাইটে আনার বিষয়টি আমাদের নজরে এলে সঙ্গে সঙ্গে ঠিকাদারকে তা ব্যবহার না করতে নির্দেশ দেই। সেইসঙ্গে নিম্নমানের পাথর সরিয়ে ফেলার এবং সঠিক মানের মালামাল না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।”
ড্রেন নির্মাণে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত না হলে জনসাধারণের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎মাধবপুরে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও জরিমানা

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। ‎ ‎দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মো. জিলু মিয়া (৩৫), রিয়াজনগর গ্রামের […]

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে মাধবপুর সীমান্তে ব্যবসায়ী আটক

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎ ‎রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে। আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা […]