নতুন প্রজন্মের নির্মাতা ইমদাদুল হক এর পথচলা
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের নির্মাতা ইমদাদুল হক এর পথচলা মঞ্চ নাটক দিয়ে। তিনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বেশ কয়েক বছর মঞ্চ নাটক করেছেন। এরপর তিনি পরিকল্পনা করলেন নিজেই কিছু একটা করবেন। সে কারণে তিনি শুরু করেন নিজের প্রডাকশন হাউজ ইমদাদুল হক ফ্লিমস নিয়েই কাজ করতে থাকেন।তার বেশ কয়েকটা শর্টফ্লিম ইউটিউবে রিলিজ হয়েছে। তার মধ্যে বাবা, কথা দিলাম, চাইল্ড লেবার উল্লেখযোগ্য। তিনি স্কুল জীবনেও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ নাটকে অংশগ্রহণ করেন। তার চিন্তাভাবনা নতুন প্রজন্মের আদর্শ স্বরূপ। তিনি নিউজ চ্যানেল ২১ কে জানিয়েছেন তার সামনে কিছু ভালো ভালো কাজ আসছে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।