নগরীতে চোরাই ক্যামেরাসহ ফটিকছড়ির এক মাদক কারবারী যুবক গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ২ টি চোরাই ক্যামেরাসহ ফটিকছড়ির শাহাদাত হোসেন সানি (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ জানুয়ারী) নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার নিজ গ্রাম ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাছির তালুকদার বাড়ী থেকে চোরাই যাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ১টি Canon 5D ও ১টি Nikon D 7100 ক্যামেরা উদ্ধার করে।
গ্রেফতার সানি ওই এলাকার মৃত আব্দুর রশিদের তৃতীয় পুত্র। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ২০১৬ সালের একটি মাদক মামলাসহ (যার নং৫(৮)১৬) একাধিক মামলা রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) মুরাদ।
এলাকাবাসী জানান, গ্রেফতার সানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। জায়গা বিরোধের জের ধরে পরিবারটি এলাকার নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়াও মাদকের বিস্তার করে তারা এলাকার পরিবেশ নষ্ট করছে।