মোঃরাশেদ খান,ভোলা: ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন পর্যবেক্ষণ এ অনুষ্ঠান সোমবার বিকালে দৌলতখান উত্তর বাজার হাফিজ ইব্রাহিম ভবনের ৩ তলায় আয়োজন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হাফিজ ইব্রাহিম বলেন,যারা নতুন সদস্য ফরম সংগ্রহ করেছেন যাচাই বাছাই করে যদি জানা যায় তারা বিগত দিনে অত্যাচারী ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল তবে এ সদস্য পদ বাতিল করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের ফরম বিতরণ করে নতুন সদস্য সংগ্রহের নির্দেশনা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দীন ভূইয়া,গোলাম কবির স্বপন, আলাউদ্দিন সরদার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, পৌর বিএনপির সহসভাপতি আবুল বসির কমিশনার, সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির,সদস্য সচিব আবুহেনা রিয়াজ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।