‘দূরে থেকে পাশে দাঁড়ায়, অনাহারীর আহার যোগাই’
মুজিবুল হক,চট্টগ্রাম প্রতিনিধি : স্লোগানই বলে দিচ্ছে এক ব্যক্তিজায়গায় সচেতন কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক একগুচ্ছ মানুষের গল্প এটি। করোনার মহামারীতে যখন বন্ধ অফিস-আদালত,যখন থেমে গেছে নগরের সমস্ত কর্মযজ্ঞ সেই সাথে নিভে গেছে খেটে খাওয়া মানুষের আয়ের উৎসগুলোও।এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভাগটির শিক্ষার্থীদের সংগঠন ‘‘ব্যাংকিং ফেলোস ফর লিডারশীপ ডেভেলপমেন্ট (বি. এফ. এল.ডি)’’ এতে সার্বিক সহযোগিতা ও শিক্ষক,শিক্ষার্থী এবং কয়েকজন সমাজ সেবকের অর্থায়নে প্রতিটি পরিবারের জন্য ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, ২টি জীবাণুনাশক সাবান, ২ টি মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। বুধবার প্রথম ধাপে নগরীর ২নং গেইট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস এলাকার প্রায় ২৫০ টি হতদরিদ্র রিকশা চালক ও ভ্যান চালক-কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য (চাল, ডাল, আলু, ঔষধ, স্যালাইন, সাবান, মাস্ক ইত্যাদি) বিনামূল্যে বিতরণ করেছে শিক্ষার্থীরা।

বুধবার প্রথম ধাপে নগরীর ২নং গেইট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস এলাকার প্রায় ২৫০ টি হতদরিদ্র রিকশা চালক ও ভ্যান চালক-কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য (চাল, ডাল, আলু, ঔষধ, স্যালাইন, সাবান, মাস্ক ইত্যাদি) বিনামূল্যে বিতরণ করেছে শিক্ষার্থীরা। প্রজেক্টটির বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত বিভাগের প্রভাষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান এবং বিভাগের সকল শিক্ষক।প্রক্টর রিফাত রহমান বলেন, শুধু ব্যাংকিং-ই নয় এ বৈশ্বিক বিপর্যয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। প্রজেক্টের সাথে জড়িত শিক্ষার্থীরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়। সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন এই দুর্যোগময় সময়ে এগিয়ে আসা উচিত।