দুর্গাপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট নিরাপদ প্রজেক্ট এর আয়োজনে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডিয়ান ফুডগেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ ইউএসএ ও কানাডা এর অর্থায়নে এ মেশিন বিতরণ করা হয়।

বিতরণ পুর্ব আলোচনা সভায় পারি ময়মনসিংহ বিভাগের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও এর সভাপতিত্বে, প্রজেক্ট ম্যানেজার কমল পালের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, কৃষি অফিসার নিপা বিশ^াস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ প্রমুখ।

সেলাই মেশিন প্রাপ্ত সালমা আক্তার বলেন, আমার স্বামী গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। পারি ডেভেলপমেন্ট থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি নাই। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনার জন্য অর্থ সহায়তা করেছে। এখন এই সেলাই মেশিন দিয়ে প্রতিমাসেই টাকা উপার্জন করে নিজের সংসারে অবদান রাখার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ জানাই পারি সংস্থা কে।

 

প্রধান অতিথি নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সেলাই মেশিন বিতরণের যে উদ্যোগ নিয়েছে পারি ডেভেলপমেন্ট আমি তাদের ধন্যবাদ জানাই। দুর্গাপুর উপজেলা যে দুটি ইউনিয়ন বেছে নেয়া হয়েছে এজন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ। উপজেলা প্রশাসন সকল ভালো কাজে সকলের পাশে থাকবে। এই মানবিক কাজে পাশে থাকা সবাইকে আমি ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]