দুর্গাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম শান্ত। বুধবার দুপুরে সুসং সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।
বৃক্ষরোপন কালে অন্যদের মাঝে, কলেজের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান, তাপস চন্দ্র দাস, জালমগীর হোসেন, ছাত্রদল এর সদস্য জাহাঙ্গীর ইসলাম, রিজার তালুকদার, রাকিব ইসলাম, হুমায়ুন কবীর, লাদেন মিয়া সহ অন্যান্য নেতাকমীরা উপস্থিত ছিলেন।
সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম শান্ত বলেন, জাতীয়তাবাদী আদর্শকে বুকে নিয়ে, আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এরই লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক এবং অত্র এলাকার তারুন্যের আইকন ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় আমরাও সুসং সরকারী কলেজ চত্বর সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছি।
আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ে শহীদদের স্মৃতি ধারণ করব। সেই সাথে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কাজ গুলো করে সুন্দর সমাজ গড়ে তুলবো।