দুগার্পুরে শিশু শ্রম রোধে সচেতনতা বিষয়ক সেমিনার

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:নেত্রকোনার দুগার্পুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, শিশু শ্রম রোধে আমাদের করনীয় কি ? এবিষয়ে প্রায় একশত অভিভাবকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে, দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদশে এর আর্থিক সহায়তায় সেমিনার উদ্বোধন করনে, প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকা ও জাগরণী টিভি‘র উপজলো প্রতিনিধি তোবারক হোসনে খোকন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়কারি আলো মৃ, সমাজ উন্নয়নর্কমী সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।

প্রশিক্ষক তোবারক হোসনে খোকন বলনে, শিশু শ্রম রোধে সমাজের দায়িত্ব কি? সরকারি জরুরী সেবা, শিশু শ্রম প্রতিহত করার কৌশল, শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা ও আমাদের করনীয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব, নিজ নিজ পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে স্পনছর শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে এ সেমিনার গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা বলেন, আমরা স্পনছর শিশুদের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে থাকি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, চলামান বষার্য় স্বাচ্ছন্দের স্কুলে আসার জন্য জুতা, ছাত্রা, ব্যাগ, শিক্ষা উপকরণ, হাইজিন সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের কম্প্যাশনে দুইশত ৮০ জন স্পনছর শিক্ষার্থী রয়েছে। তাদের বিনোদন ক্লাশ, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রতিবছরই সেমিনার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর: সম্ভাবনা না সংকট?

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : পিআর নির্বাচন পদ্ধতি: কী, কেন ও কোন দেশে আছে এই ব্যবস্থা বাংলাদেশ একটি একক ও কেন্দ্রিক রাষ্ট্র (Unitary State), এখানে সমাজ কাঠামো তুলনামূলকভাবে অভিন্ন। ফলে PR পদ্ধতি আঞ্চলিকতা, ধর্মীয় মেরুকরণ, এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে রাজনীতিতে দলীয় শৃঙ্খলা দুর্বল এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন সবকিছুই কাঠামোগত দুর্বলতায় […]

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী ও মজুমদার খাল […]