দুগার্পুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুগার্পুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বুধবার (২০ আগস্ট) দুপুরে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের নেতাকমীর্দের অংশগ্রহনে বনার্ঢ্য র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক মীজার্ নজরুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক যুগ্ন—আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে দলীয় সকল কাজে এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকমীর্রা। সামনে জাতীয় নিবার্চন, কাজেই তৃণমুল পযার্য়ের নেতাকমীর্দের সাথে নিয়ে দলীয় কাজে অংশনেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।