দুঃস্থ নারীদের সেলাই মেশিন দিলো সাভার উপজেলা ছাত্রলীগ।

Share the post

মোঃ ওমর ফারুক,স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ মহামারী কালীন সময়ে ঢাকার সাভারে অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সাভার উপজেলা ছাত্রলীগ। শনিবার (১০ জুলাই) দুপুরে সাভারের আড়াপাড়ায় করোনায় কর্মহীন ৯ জন মহিলাকে তাদের আত্মকর্মসংস্থান এর জন্য ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেলাই মেশিন বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, আপনারা সকলেই অবগত যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কোভিড-১৯ এক মহামারী আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এই অবস্থায় বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ তারা বেকার হয়ে পড়েছেন। এইসময়ে সাভার উপজেলা ছাত্রলীগ সাভারে দুঃস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করেছে। এজন্য আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এবং সংশ্লিষ্ট সকলকে সাভার উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এধরণের মানবিক কার্যক্রম সাভার উপজেলা ছাত্রলীগ চালিয়ে যাবে এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর: সম্ভাবনা না সংকট?

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : পিআর নির্বাচন পদ্ধতি: কী, কেন ও কোন দেশে আছে এই ব্যবস্থা বাংলাদেশ একটি একক ও কেন্দ্রিক রাষ্ট্র (Unitary State), এখানে সমাজ কাঠামো তুলনামূলকভাবে অভিন্ন। ফলে PR পদ্ধতি আঞ্চলিকতা, ধর্মীয় মেরুকরণ, এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে রাজনীতিতে দলীয় শৃঙ্খলা দুর্বল এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন সবকিছুই কাঠামোগত দুর্বলতায় […]

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী ও মজুমদার খাল […]