দুঃস্থ নারীদের সেলাই মেশিন দিলো সাভার উপজেলা ছাত্রলীগ।
মোঃ ওমর ফারুক,স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ মহামারী কালীন সময়ে ঢাকার সাভারে অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সাভার উপজেলা ছাত্রলীগ। শনিবার (১০ জুলাই) দুপুরে সাভারের আড়াপাড়ায় করোনায় কর্মহীন ৯ জন মহিলাকে তাদের আত্মকর্মসংস্থান এর জন্য ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেলাই মেশিন বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, আপনারা সকলেই অবগত যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কোভিড-১৯ এক মহামারী আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এই অবস্থায় বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ তারা বেকার হয়ে পড়েছেন। এইসময়ে সাভার উপজেলা ছাত্রলীগ সাভারে দুঃস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করেছে। এজন্য আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এবং সংশ্লিষ্ট সকলকে সাভার উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এধরণের মানবিক কার্যক্রম সাভার উপজেলা ছাত্রলীগ চালিয়ে যাবে এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।