তাহিরপুর উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে তামিম আল মাহমুদ
সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে তামিম আল মাহমুদ। সে উপজেলার পৈলনপুর টাইটেল মাদ্রাসার ষষ্ঠ (ছাফাল আওয়াল) শ্রেণির শিক্ষার্থী। তাহিরপুর আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রায় ৩৪ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আনোয়ারপুর লোহাছড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আনছার আহমদ, তৃতীয় হয়েছে তাহিরপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া হাসান রাহি, চতুর্থ স্থান দখল করেছে দারুল আজহার ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুল হাসান, পঞ্চম স্থান অধিকার করেছে সুলেমানপুর শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থী শামিম আহমদ। এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনামূলক পুরষ্কার দেয়া হয়েছে। আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. হোসাইন শরীফ (বিপ্লব) এর সভাপতিত্বে ও চিকসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. ক্বারী আজিজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুস সোবাহান আখঞ্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সিলেট বিভাগের মানবাধীকার সোসাইটির সভাপতি অ্যাড. নুরুজ্জামান, সিলেট নাগরিক ঐক্যে’র উপদেষ্টা এমদাদুল হক, মানবাধীকার সোসাইটির তাহিরপুর উপজেলার সভাপতি লোকমান আকন্দ, বাদাঘাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ বাহা উদ্দিন। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল ওয়াহহাব। আরও অতিথি হিসেবে ছিলেন আমবাড়ী হাফিজিয়া মহিলা মাদ্রাসার শায়কুল হাদিস মুফতি আব্দুল হক, মাওলানা রেজওয়ানুল হক, মাওলানা আব্দুল বাশার নুরুল্লাহ, ক্বারী আব্দুল হান্নান, মাওলানা দ্বীন ইসলাম আজাদী, মাওলানা আলী হুসাইন। সংগঠনের সভাপতি মো. হোসাইন শরীফ (বিপ্লব) বলেন, আমরা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করি। এবং পুরো উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণের চেষ্টা করি। প্রতিবছর এই ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করার কথা জানান তিনি। উল্লেখ্য, তামিম আল মাহমুদ গত বছরের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছিলো।