তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের নির্ধারিত দিন। এ উপলক্ষে সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা “পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে”, “তুমি কে আমি কে – সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, প্রশাসন কী করে?”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “উই উই ওয়ান্ট – জাস্টিস জাস্টিস”, “বিচার বিচার বিচার চাই – সাজিদ হত্যার বিচার চাই” বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সাজিদের লাশ উদ্ধারের পরদিনও প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
এ বিষয়ে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “ভাইস চ্যান্সেলর বিদেশ থেকে ফিরেই ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমাকে ডেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তদন্ত কমিটির প্রধানকেও আজই ডাকা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটিকে ডেকেছেন। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের অগ্রগতি জানানো হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, […]

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন […]