নিউজ ডেস্ক: করোনা মহামারী সময়ে অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রাম। তারই ধারাবাহিকতায় ২০২০-২০২১ এ ভর্তি কার্যক্রম শেষ করে অনলাইন ক্লাস শুরু হয় । বর্তমানে করোনা ভয়াবহতার কারনে অনলাইন শিক্ষার গুরুত্বের আলোকে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে উক্ত প্রতিযোগিতাটির নাম “ লিখিত অনলাইন বনাম প্রচলিত শিক্ষাব্যবস্থা”। উক্ত প্রতিযোগিতায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তিকৃত সকল শিক্ষার্থী অংশগ্রহন করে। উক্ত প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৬শে সেপ্টেম্বর রোজ শনিবার, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফারুখ ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের হেড অব অপারেশন মোঃ শাহনেওয়াজ মজুমদার। আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের সিনিয়র বিজনেস ডেবালআপমেন্ট ম্যানেজার মোহাম্মদ শাহদাত হোসেন এবং সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উক্ত প্রতিযোগিতাটিতে পরিচালনায় ছিলেন কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাকটর তামান্না আকতার এবং সঞ্চালনায় ছিলেন সিভিল টেকনোলজির ইন্সট্রাকটর মুশিউর রহমান।